নিজস্ব প্রতিবেদক :
নগরীর হালিশহর থানার ঈদগাঁ বৌবাজার এলাকায় আগুনে দুটি পাকা বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুটি পাকা বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মুক্তা // এসএমএইচ // জানুয়ারি ২০, ২০১৭