চট্টগ্রাম, ২২ মে (অনলাইনবার্তা): সাত দিনের রিমান্ড বাতিল চেয়ে করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নতুন করে রিমান্ডে না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২২ মে) রিমান্ড বাতিলে করা আবেদনের শুনানি মঙ্গলবার (২৪ মে) পর্যন্ত মূলতবি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের আদালত এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন।