Home / আন্তর্জাতিক / নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত

নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে। খবর প্রেস টিভির।
ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের (সা.) জন্মদিন উপলক্ষে মুসলিমদের একটি শোভাযাত্রায় ওই বাসটি ঢুকে পড়ে। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ১১ শিশু প্রাণ হারায়।
পুলিশের মুখপাত্র আহমেদ উসমান জানিয়েছেন, বাস নিয়ন্ত্রণ হারানোয় মঙ্গলবার গোমবি প্রদেশের মালাম সাদি গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো জানিয়েছেন, দুর্ঘটনায় ১১ শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৭ জন। নিহতদের বয়স ১১ থেকে ১৫ বছর।

আরডি/ এসএমএইচ/ ২২ ডিসেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...