Home / জেলা সংবাদ / নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলাল বনপাড়া পৌর সভার মালিপাড়া এলাকার শহিদুল ইসলাম দুলাল (৪৫) ও তার ছেলে সিয়াম হোসেন (৩)। নিহত দুলাল পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে শহিদুল ইসলাম দুলাল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বনপাড়া মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে উপজেলা গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে তারা তিনজনই ছিটকে পড়ে আহত হন। তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিয়াম মারা যায়। পরে অবস্থার অবনতি হলে দুলালকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্ত্রী শেফালী বেগম ও ভ্যানচালক মুনসুর রহমান পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সাব্বির//এসএমএইচ //মার্চ১২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...