চট্টগ্রাম, ২১ জুন (অনলাইনবার্তা): পোড়া তেলে ইফতারি ও পোকাসহ বেগুনি তৈরির অপরাধে কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকার তিনটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ জুন) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ও নগর পুলিশ সদস্যরা।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, পোড়া তেল ব্যবহার, পোকাসহ বেগুন দিয়ে বেগুনি তৈরি এবং নোংরা পরিবেশের কারণে নিউমার্কেট এলাকার শাহজালাল হোটেলকে ২৫ হাজার টাকা, ক্যাফে জামানকে ২০ হাজার টাকা এবং শাহেনশাহ মদিনা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।