চট্টগ্রাম, ৮ মে (অনলাইনবার্তা): ফাঁসির দণ্ড পাওয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য তার দল জামায়াতে ইসলামীর ডাকা রোববারের হরতালে চট্টগ্রামেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
নগরী ও জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে যানচলাচলও বাড়ে; কমবেশি দূরপাল্লার যানও চলাচল করেছে।
চট্টগ্রমা নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, নগরীর কোথাও কোন ধরনের বিশৃঙ্খলার খরব পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহমি বলেন, শুরুতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল কিছুটা কম থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক ছিল।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী যান চলাচলও বাড়ে বলে জানান তিনি।
চট্টগ্রামের জামায়াত–শিবির প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতেও মিছিল, মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, দক্ষিণ চট্টগ্রামের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।