চট্টগ্রাম, ৯ মে (অনলাইনবার্তা): সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি কারা কর্তৃপক্ষের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জামায়াত আমিরের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় সোমবার প্রকাশের পর এখন বিধি অনুযায়ীই দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগই কেবল রয়েছে নিজামীর। তিনি তা না চাইলে দণ্ড কার্যকরের পদক্ষেপ নেবে কারা কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজের পর রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। এই কারাগারেই অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হয়েছিল।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দণ্ড কার্যকর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান কামাল বলেন, কাশিমপুর থেকে ঢাকায় আনার মানে এই নয় যে এখনই ফাঁসির দণ্ড কার্যকর হবে।
“যে ফরমালিটিজ আছে। তার (নিজামীর) দণ্ডাদেশ আসতে হবে আমাদের কাছে, পূর্ণাঙ্গ রায় আসতে হবে। পূর্ণাঙ্গ রায় আসার পর আমাদের আরও অনেক নিয়ম–কানুন আছে। সেগুলো পালন করেই রায় কার্যকর করা হবে।”
মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি আছে কি না– জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব ঠিক আছে।”
বিকাল স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলার আগেই রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে বিচারপতিরা সই করেন। তার অনুষ্ঠানের পর সন্ধ্যায় সেই রায় কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।