Home / টপ নিউজ / নিজেকে ‘ভার্জিন’ বললেন সালমান!

নিজেকে ‘ভার্জিন’ বললেন সালমান!

বিনোদন ডেস্ক :

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান বহু তরুণীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কিন্তু স্থায়ী হতে পারেননি কারও সাথেই।

এমনকী লুলিয়া ভান্তুর ও নন। এমতবস্থায় লেডি কিলার সালমান ‘কফি উইথ করণ’ শোতে এই দাবি করলেন। একই কথা এর আগেই সিজনেও বলেছিলেন সালমান।

আগের সিজনের সেই প্রসঙ্গ তুলে সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, “এখনও কি তুমি ভার্জিন!” জবাবে সালমান বলেন, ‘অবশ্যই। ’

এর পরই খান ভাইরা ফাঁস করলেন একে অন্যের গোপন কথা। জানালেন, ছোটবেলায় তিন জন একই ঘরে থাকতেন। একে অন্যের অন্তর্বাস পরতেন। তবে সোহেল, সালমানের স্বীকারোক্তি, আরবাজের অন্তর্বাস তারা কেউ পরতেন না। কারণ সেগুলো মাপে অনেক বড় ছিল!‌ এর পরই হাসিতে ফেটে পড়েন করণ।

বাড়িতে যত মেয়ে আসতেন, সবাই আরবাজের ঘরে ঢুকতেন। সেই নিয়ে একটু হিংসে ছিল সোহেলের। সালমান অবশ্য এসবের মাঝেই স্বীকার করলেন, প্রেমিক হিসেবে তিনি খুব একটা ভাল নন। তবে আরবাজ জানালেন, সম্পর্কে জড়ালে সালমান পরিবারের বাকিদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেন। তার বান্ধবীদের সঙ্গেও খান পরিবারের দারুণ সম্পর্ক। শোতে সালমান এটাও বুঝিয়ে দিলেন, ক্যাটরিনা এখনও তার জীবনে অনেক কিছুই। বলিউডের প্রথম পাঁচ নায়িকার নাম নিতে বলেছিলেন করণ। সালমান প্রথম চারটি স্থানেই রাখলেন সাবেক প্রেমিকা ক্যাটকে।

আরডি/ এসএমএইচ/ ১২ ডিসেম্বর ২০১৬

 

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...