Home / টপ নিউজ / নিম্নচাপে পরিণত হয়েছে ‘কায়ান্ট’

নিম্নচাপে পরিণত হয়েছে ‘কায়ান্ট’

নিজস্ব প্রতিবেদক :

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড়টি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯৩০ কিলোমিটার, পায়রা থেকে ৮৫০ কিলোমিটার ও মংলা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বুলেটিনে বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরডি/ ২৭ অক্টোবর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...