বিনোদন ডেস্ক :
কবির খানের হিট সিনেমা ‘এক থা টাইগার’-এর সিক্যুয়ালে সালমান খানের বিপরীতে ক্যাটরিনা কাইফ অভিনয় করতে যাচ্ছেন। এ পুরনো খবরে নতুন করে যা যুক্ত হল— ক্যাটের চরিত্রটি হবে নেতিবাচক।
‘টাইগার জিন্দা হ্যায়’ নামের সিনেমাটির হাল ধরবেন ‘সুলতান’-খ্যাত আলী আব্বাস জাফর। প্রযোজক হিসেবে থাকছেন প্রথম কিস্তির আদিত্য চোপড়া।
কইমই ডটকম জানায়, প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছে ঠিক সে জায়গা থেকে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর গল্প শুরু হবে। এর সঙ্গে যুক্ত হবে চলমান বৈশ্বিক রাজনীতির ঘটনা প্রবাহ।
প্রথম পর্বে সালমানকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও ক্যাটরিনাকে পাকিস্তানের আইএসআই-এর এজেন্ট হিসেবে দেখা যায়। নতুন কিস্তিতে আগের চেয়ে ধূসর চরিত্রে দেখা যাবে ক্যাটকে। আরো হাই ভোল্টেজ অ্যাকশন অবতারে হাজির হবেন তিনি।
২০১৭ সালের প্রথমদিকে শুরু হবে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর চিত্রায়ন। বিদেশের একাধিক লোকেশনে ৬০ দিনের শিডিউল শেষে সিনেমাটির বাকি চিত্রায়ন হবে ভারতে। মুক্তি পাবে বছর শেষে।
আরডি/ এসএমএইচ/ ২৩ নভেম্বর ২০১৬।