Home / টপ নিউজ / ন্যানসি বললেন ‘এসোনা’

ন্যানসি বললেন ‘এসোনা’

বিনোদন ডেস্ক :

গানে গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি বললেন ‘এসোনা’। তার ডাকে সাড়া দিলেন মিজান। আর ভিডিওতে গানটির মডেল হয়েছেন বড়পর্দার শিপন ও ছোটপর্দার তারকা এ্যানি খান।

জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ‘এসোনা’। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।

সিলেটের জাফলংয়ে চা বাগান ও পাহাড়ে ২ অক্টোবর থেকে টানা তিনদিন গানটির শুটিং হয়।

ঈদুল আজহায় প্রকাশিত ‘দেখোনা’ শিরোনামে মিশ্র অ্যালবামে ঠাঁই পায় ‘এসোনা’। ওই সময় শোনা যায় জিপি মিউজিক ও রবি ইউন্ডারে| এবার ভিডিওতে উম্মুক্ত হল।

ভিডিও প্রসঙ্গে এ্যানি বলেন, ‘শিপনের সঙ্গে এবারই প্রথম ভিডিওতে কাজ করলাম। এটি আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। সব মিলিয়ে ভাল অভিজ্ঞতা হয়েছে। ন্যানসি আপু গানের মডেল হয়ে ভাল লাগছে।’

এদিকে শিপন বললেন, ‘আলম ভাই অনেক ভাল একটি ভিডিও নির্মাণ করেছেন। লোকেশন সুন্দর, গানের কথাগুলোর সঙ্গে দারুণ মানিয়েছে।’

আরডি/ ১৫ অক্টোবর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...