Home / ব্রেকিং নিউজ / পটকা খেয়ে অসুস্থ পরিবার

পটকা খেয়ে অসুস্থ পরিবার

হবিগঞ্জের বাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্হুবলে পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয়রা তাতি করেন। অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থরা হলেন, উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতাঁরা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম (৮)।

অসুস্থ্য আব্দুল জলিল জানান, দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনেন তিনি। রাতে সবাই মিলে একসঙ্গে খাবার খান। এরপরই সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, পটকা মাছ খেয়ে রাতে সদর হাসপাতালে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে সিলেটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্রান্ত হয়ে তারা অসুস্ত হয়ে পড়ে।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...