চট্টগ্রাম, ৪ মে (অনলাইনবার্তা): বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
বুধবার (০৪ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূলত কী কথা হয়েছে তা এখনও জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, কথা হতে পারে নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি দমনে ঢাকা–ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ে।
চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা দেশাই। এ সফরে তার বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও।
কূটনীতি বিশ্লেষকদের ধারণা, সমসাময়িক ইস্যু হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা, শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা তুলবেন মার্কিন এই কূটনীতিক। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতে চাইবেন তিনি।