Home / টপ নিউজ / পরীমনির বিয়ের অনুষ্ঠান মাসব্যাপী

পরীমনির বিয়ের অনুষ্ঠান মাসব্যাপী

বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরী মনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা নিয়ে। গিয়াস উদ্দীন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় শুভ্রা হয়ে শীঘ্রই পর্দায় আসবেন এই নায়িকা।

এছাড়াও বেশকিছু সিনেমায় অভিনয় করছেন তিনি। ক্যারিয়ারের এই উত্তাল সময়ে হঠাৎ সিনেমা পাড়ায় গুঞ্জন শোনা গেল, ‘প্রেম করছেন নায়িকা পরী মনি।’

এই প্রেমের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ‘প্রেম তো করছি, মৃত্যুর আগ পর্যন্ত প্রেমের মাঝেই বাঁচতে চাই। প্রেম ছাড়া বাঁচা যায় না।’

ইদানিং পরী মনির ফেসবুক পেজের কাভার ছবিতে একজন যুবককে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সেই যুবকই পরীর মনের মানুষ। এ প্রসঙ্গে পরী মনি বলেন, ‘তারকা জীবনের বাইরে তো আমার একটা ব্যক্তিজীবন আছে। সেখানে প্রেম থাকবে, কাজের ব্যস্ততা থাকবে। সব বিষয় নিয়ে যদি এতো কৌতুহল থাকে তখন খুবই বিরক্ত লাগে।’

এ বছরে বিয়ের কোন সম্ভবনা নেই বলে জানান পরী মনি। তিনি বলেন, ‘বিয়ে যখন করবো সবাইকে জানিয়ে করবো। দর্শকের ভালোবাসা নিয়েই আমি আজকের পরী মনি। সবার আগে বিয়ে খবর জানাবো দর্শকদের। আমার বিয়ের অনুষ্ঠান হবে মাসব্যাপী। তবে এখন কাজের খুবই চাপে আছি।’

দর্শকের জন্য ভালো কিছু সিনেমায় নিয়ে হাজির হচ্ছেন উল্লেখ করে পরী মনি বলেন, ‘বেশ কিছু ভালো সিনেমায় কাজ করছি। সামনে পর্দায় অন্যরকম এক পরীকে দেখবেন সবাই। গিয়াস উদ্দীন সেলিম পরিচালিতক ‘স্বপ্নজাল’ নিয়ে আমি খুবই আশাবাদী।’

আরডি/ এসএমএইচ/ ১৭ নভেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...