চট্টগ্রাম, ১৪ জুলাই (অনলাইনবার্তা): গুলশানের রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদগাহের পাশে হামলার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এর ধারাবাহিতকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জনসংযোগ পরিচালক ওমর ফারুক ভুঁইয়া। পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওমর ফারুক ভুঁইয়া বলেন, ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে ‘নিরাপত্তা সচেতনতামূলক পদক্ষেপ’ নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের সব স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় আগন্তুকদের ওপরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।