নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, তোর্সা নয় তিস্তার পানি চাই। কারণ, তোর্সা দুই দেশের কমন নদী নয়।
রোববার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় এক পারিবারিক অনুষ্ঠানে যান এরশাদ। এদিন তার সঙ্গে ছিলেন ছেলে এরিক এবং জাপার দুই নেতা সুনীল গুহ রায় ও রুহুল আমিন হাওলাদার।
এদিন তিস্তা পানিবণ্টন প্রসঙ্গে এরশাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিস্তা চুক্তি হবে। মোদির উপর পূর্ণ আস্থা আছে তার। এদিন তিনি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। দিনহাটায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
দিনহাটা সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর করবেন। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।
মুক্তা // এসএমএইচ // এপ্রিল ২৪, ২০১৭