বিনোদনডেস্ক:
সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী ক্যারিয়ারের তৃতীয় ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন। আগামী পহেলা বৈশাখে বুবলী অভিনীত ‘অহংকার’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি। এই নায়কের সাথে তার আগের দুইটি ছবি ব্যবসা সফল ও দর্শকপ্রিয়তা অর্জন করায় নতুন ছবি নিয়েও ব্যাপক আশাবাদী বসগিরি’খ্যাত নায়িকা। ‘অহংকার’ পরিচালনা করেছেন গুণী নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। ছবির আর মাত্র দুইটি গানের শুটিং বাকি। এরই মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ পথে। সবমিলে নির্মাতা এখন বাংলা বর্ষবরণের দিনটিকে ছবিটি মুক্তির দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সাব্বির//এসএমএইচ //মার্চ০১২, ২০১৭