Home / টপ নিউজ / পাইলিংয়ের এক বছরেই সম্পূর্ণ হবে স্বপ্ন : মুস্তফা কামাল

পাইলিংয়ের এক বছরেই সম্পূর্ণ হবে স্বপ্ন : মুস্তফা কামাল

চট্টগ্রাম, ৬ মে (অনলাইনবার্তা): পাইলিংয়ের কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই পদ্মাসেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল

শুক্রবার (০৬ মে) সকালে পদ্মাসেতু নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।

পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল বলেন, প্রধান কাজ পাইলিং। পাইলিং হয়ে গেলে আর সময় লাগবে না। সেতুর গার্ডার চায়নাতে তৈরি হচ্ছে। আমরা শুধু লেভেলিং পর্যন্ত অপেক্ষা করছি।

মন্ত্রী বলেন, জার্মান থেকে একটা হ্যামার এসেছে। আমাদের সামনে আরও হ্যামার দরকার। হ্যামারের সংখ্যা যতো বেশি হবে পাইলিংয়ের কাজ ততদ্রুত এগিয়ে যাবে। পদ্মার মাওয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূর থেকেই বোঝা যাবে পাইলিংয়ের কাজ চলছে। আর সেই শব্দে প্রকম্পিত হচ্ছে পদ্মার পাড়। শব্দ আঁচড়ে পড়ছে দূর সীমানার তীরে। সেই শব্দে বেড়ে উঠেছে একটি স্বপ্ন

মন্ত্রী আরো বলেন, পদ্মাসেতু প্রকল্পের সব থেকে চ্যালেঞ্জিং এই পাইলিংয়ের কাজ এভাবে এগিয়ে চলছে শব্দের তালে তালে। এটাই পদ্মাসেতু প্রকল্পের মূল কাজ। চলতি অর্থ বছরের (২০১৫১৬) নয় মাসে অর্থাৎ মার্চ ২০১৫ সাল পযর্ন্ত স্বপ্নের পদ্মাসেতু প্রকল্পের মূল সেতুর ভৌত অগ্রগতি হয়েছে ২০ দশমিক শতাংশ , তিন মাস আগে যা ছিল ১৬ শতাংশ

একই সঙ্গে নদীশাসন কাজের অগ্রগতি হয়েছে ১৭ দশমিক শতাংশ। ছয় মাস আগে যা ছিল মাত্র ১৪ শতাংশ। তবে, নয় মাসে যা টার্গেট নির্ধারণ করা হয়েছিল তা পূর্ণ হয়নি

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...