চট্টগ্রাম, ৮ মে (অনলাইনবার্তা): পাকিস্তানের করাচিতে অস্ত্রধারীদের গুলিতে বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী খুররাম জাকি নিহত হয়েছেন।
তিনি অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘লেট আস বিল্ড পাকিস্তান’ এর সম্পাদক ছিলেন।
পলিটিক্যাল ওয়েবসাইটটিতে সাম্প্রদায়িকতার সমালোচনা এবং গণতন্ত্র ও প্রগতিশীল মননের পক্ষে কথা বলা হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাতে জাকি করাচির উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। এ সময় মটরসাইকেলে করে আসা একদল অস্ত্রধারী সরাসরি তাকে গুলি করে।
এ ঘটনায় জাকির বন্ধু এবং আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
পাকিস্তানি তালেবানের একটি অংশ এ হামলার দায় স্বীকার করে বলেছে, “ইসলামাবাদের প্রখ্যাত ‘লাল মসজিদ’এর একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে কথা বলার কারণে আমরা জাকিকে হত্যা করেছি।”
সম্প্রতি জাকি ও তার কয়েকজন সহকর্মী আব্দুল আজিজ নামের ওই ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা করে।
মামলায় শিয়া সংখ্যালঘুদের বিরুদ্ধে আজিজ উস্কানি দিচ্ছেন বলে উল্লেখ করা হয়।
২০১৪ সালে পাকিস্তানের পেশওয়ারে একটি বিদ্যালয়ে জঙ্গিরা হামলা চালিয়ে ১৫২ জনকে হত্যা করে। নিহতদের অধিকাংশই ছিল বিদ্যালয়টির শিক্ষার্থী।
আজিজকে ওই হামলার নিন্দা জানানোর অনুরোধ করা হলে তিনি তা করতে অস্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে মামলা করেন জাকি।
‘লেট আস বিল্ড পাকিস্তান’ এর কর্মীরা জাকির আদর্শ ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে।
তাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার নিয়ে জাকি যত বেশি কাজ করেছেন, এখানকার সব সাংবাদিক মিলেও ততটা কাজ করেননি।”
“পাকিস্তানে তালেবানের বিরুদ্ধে আওয়াজ তুললে কেউ রক্ষা পাবে না; জাকি হত্যাকাণ্ড ভয়াবহ এই বার্তাই দিয়েছে।”