চট্টগ্রাম, ১৯ জুন (অনলাইনবার্তা): পাচার করতে ইয়াবা পলিথিনে মুড়িয়ে বেশ কয়েকটি পুটলা খেয়েছিল কিশোর দিলদার মোহাম্মদ(১৫)। কিন্তু শেষ পর্যন্ত পাচারের বদলে মৃত্যু হয়েছে তার।
চিকিৎসকরা বলছেন, পলিথিন খুলে গিয়ে ইয়াবার বিষক্রিয়ায় ওই কিশোরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে পাঁচটি ইয়াবাসহ পাঁচটি পুটলা বেরিয়ে এসেছে। রোববার দুপরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এ ময়নাতদন্ত করা হয়।
কক্সবাজার সদর হাসপতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুলতান আহমদ সিরাজী জানান, পুলিশের আনা মরদেহ ময়নাতদন্ত করে পলিথিন মোড়ানো ৫ টি ছোট প্যাকেট (পুটলা) পাওয়া গেছে। প্যাকেটগুলোতে ইয়াবা রয়েছে।
এ চিকিৎসক জানান, দিলদারের পেটে আরও ইয়াবা ছিল। এর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। নিহত কিশোর দিলদার উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ফরিদ আলমের ছেলে।