Home / অর্থ-বাণিজ্য / পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ : শ্রীংলা

পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ : শ্রীংলা

চট্টগ্রাম, ১৯ মে (অনলাইনবার্তা): পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা।

তিনি বলেন, এদেশে অবকাঠামোগত খাতে ভারত ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। উভয় দেশের প্রাইভেট সেক্টর পরিপূরক হিসেবে কাজ করতে হবে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়ার সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীনকাল থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত চট্টগ্রাম সড়ক, রেল ও নৌপথে দেশের অন্যান্য অঞ্চল, পূর্ব ভারতীয় প্রদেশসমূহের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে রিজিওনাল হাবে পরিণত হতে পারে।

বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতিবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এতে চেম্বারের পরিচালক, বিভিন্ন সংগঠনের নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য এম এ লতিফ বলেন, বাংলাদেশের সক্ষমতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করে বিশ্ব বাণিজ্যে চীনের মত স্থান দখল করা সম্ভব। ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের সুবাদে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে উভয় পক্ষই লাভবান হবে।

চট্টগ্রাম বন্দর পূর্ব ভারতীয় প্রদেশসমূহের চাহিদা পূরণের মাধ্যমে আঞ্চলিক বন্দরে উন্নীত হতে পারে উল্লেখ করে তিনি এডিবির মাস্টার প্ল্যান অনুযায়ী বন্দর সম্প্রসারণ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে ভারতীয় বেসরকারি বিনিয়োগ আহবান করেন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিজ্ঞান ও প্রযুক্তি, রোডলিংক, বন্দর সম্প্রসারণ, তথ্য প্রযুক্তি,পর্যটন, উপকূলীয় নৌপরিবহন এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয়পক্ষ উপকৃত হবে বলে মনে করেন।

তিনি মিরসরাই ও আনোয়ারায় বাস্তবায়নাধীন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ কামনা করে বলেন,দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কাঠামোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস করা সম্ভব।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম বলেন-দু’দেশের মধ্যে বর্তমানে অত্যন্ত সুসম্পর্ক বিরাজ করছে এবং পারস্পরিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আদর্শ স্থান উল্লেখ করে চট্টগ্রামে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...