চট্টগ্রাম, ১০ জুলাই (অনলাইনবার্তা): বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১০ জুলাই) দুপুরে আইন-শৃঙ্খলা কমিটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এই বৈঠকে আরও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে জুমার বয়ান ও খুতবা মনিটরিং করা হবে, দেশের বিভিন্নস্থানে যেসব ওয়াজ মাহফিল হয় তাও মনিটরিংয়ের আওতায় আসবে। বিভিন্ন ভিআইপি এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা রেস্টুরেস্ট ও স্কুল কলেজ উচ্ছেদ করা হবে। এছাড়া রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা দেওয়া হবে।
বৈঠকে আরও উঠে এসেছে, যে কোনো সন্ত্রাস মোকাবেলায় ভালো ফলাফলের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথ পুরস্কৃত করা হবে।