বিনোদন ডেস্ক :
পুজোর আনন্দে মেতেছেন বলিউড তারকা রাণী মুখার্জি। সম্প্রতি গোলাপী রঙের সিল্ক শাড়িতে হাজির হয়ে বাঙালি বংশোদ্ভুত এ অভিনেত্রী মণ্ডপের রোশনাই বাড়িয়ে তুলেছেন। তার ভূবনমোহিনী হাসিতে মেতেছিল সবাই।
‘সাথিয়া’ নায়িকা সোমবার রাতে মুম্বাইয়ের একটি মণ্ডপে হাজির হতেই ঘিরে ধরে ভক্তরা। অতিথিদের মাঝে প্রসাদও বিতরণ করেন তিনি। ওই মুহূর্তগুলো ধরা পড়ে আলোকচিত্রীদের ক্লিকে।
রাণীকে প্রতিবারই মণ্ডপে দেখা যায়। এবারও তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তবে ছিলেন না স্বামী পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়া। নতুন সিনেমা ‘বেফিকরে’র প্রচারণায় ফ্রান্সে অবস্থান করছেন তিনি।
২০১৪ সালে বিয়ের পর পর্দা থেকে বিরতি নেন রাণী। ঘর-সংসার, সন্তান নিয়েই ছিল তার যত ব্যস্ততা। এবার সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মাঝে মুটিয়ে গেলেও নিয়মিত শরীর চর্চায় অংশ নিচ্ছেন।
সর্বশেষ ‘মর্দানি’ চলচ্চিত্রে দেখা গেছে রাণীকে। ওই সিনেমায় শিশু পাচারের বিরুদ্ধে লড়া এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন তিনি। নতুন সিনেমায়ও আগেরটির মতো সামাজিক বার্তা প্রাধান্য পাবে।
সব ঠিক থাকলে ২০১৭ সালের মাঝামাঝিতে অভিনয়ে ফিরবেন রাণী। সিনেমাটি মুক্তি পাবে পরের বছর।
আরডি/ ১২ অক্টোবর ২০১৬।