Home / টপ নিউজ / পূজার ফ্যাশন আমার কাছে যেমন শাড়ি তেমনই জিন্স টপও :পায়েল মুখার্জি

পূজার ফ্যাশন আমার কাছে যেমন শাড়ি তেমনই জিন্স টপও :পায়েল মুখার্জি

বিনোদন ডেস্ক :
যেটা আমরা সবথেকে বেশি ক্যারি করতে পারি, সেটাই ফ্যাশন হওয়া উচিত। তবে পূজার সময়ে একটি এথনিক স্টাইল অবশ্যই থাকবে।

কিন্তু রাত জেগে ঘোরা বা আড্ডা মারার ক্ষেত্রে ওয়েস্টার্ন পোশাক বেশি কমফোর্টেবল। পূজার ফ্যাশন আমার কাছে যেমন শাড়ি তেমনই আবার জিন্স টপও -বলছিলেন কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি।
পায়েল বলেন, আমি এমনিতেই ফুডি। সারাবছর এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকি। কারণ, এই দিনগুলিতে জিমে যাই না। কোনওরকম ডায়েট চার্ট ফলো নেই। তাই খাওয়াদাওয়া বলতে সবকিছু। বিশেষত স্ট্রিটফুড। আমাকে তো এখন থেকেই টানছে স্ট্রিটফুড।

বললেন, এবার কলকাতাতেই আছি। পূজা রিলেটেড কয়েকটা ইভেন্টস আছে। এছাড়া পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাবো।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭। ১২ আশ্বিন ১৪২৪

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...