চট্টগ্রাম, ২৩ মে (অনলাইনবার্তা): কুতুবদিয়াকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে আগামী পূর্ণিমার জোয়ারের আগেই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম।
সোমবার (২৩ মে) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু লিখিত বক্তব্যে কুতুবদিয়ায় ত্রাণ তৎপরতার মাধ্যমে বসবাসকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, রোয়ানুতে কুতুবদিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ১৮ কিলোমিটার এবং ১২ কিলোমিটার আংশিক বিধ্বস্ত হয়েছে। ১১ হাজার বাড়িঘর সম্পূর্ণ ভেঙে গেছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার। ৫২টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, ১১৫টি আংশিক, ৮০ কিলোমিটার পাকা রাস্তা রাস্তাঘাট, ৬৫ কিলোমিটার কাঁচা রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া দুই হাজারের বেশি গবাদিপশু ভেসে গেছে। শস্যক্ষেত, ফিশিং বোট, লবণ বোট, পুকুরের ব্যাপক ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণে সরকারি সহায়তা, ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার লোকদের ত্রাণ ও বিনাসুদে ঋণ প্রদান, রাস্তাঘাট পুনর্নির্মাণ করা এবং স্থায়ী পাথরের বেড়িবাঁধ নির্মাণে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শফিউল আলম, মীর কাশেম খান, ইসমাইল খান, এ এইচ মোক্তার আহমেদ, নজরুল ইসলাম, মো. শরিফ, মো. ইসমাইল কুতুবী, প্রফেসর মীর কাশেম, আকবর খান প্রমুখ।