চট্টগ্রাম, ১১ জুলাই (অনলাইনবার্তা): নাইকো দুর্নীতি মামলার শুনানিতে অনুপস্থিত প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করে পরে তার আইনজীবীর আবেদনে পুনর্বহাল করেছেন আদালত। একইসঙ্গে মামলাটির অভিযোগ (চার্জ) গঠনের শুনানি ফের পিছিয়ে আগামী ১০ আগস্ট পুনর্নির্ধারণ করেছেন।
ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে সোমবার (১১ জুলাই) অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে অনুপস্থিত থেকে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানান খালেদা।
এ সময় খালেদা জিয়ার জামিন বাতিল করে দেন আদালত। পরে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানালে জামিন পুনর্বহাল করা হয়।
দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
এর আগেও গত ১২ এপ্রিল ও ৭ জুন সময়ের আবেদন জানিয়ে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নেন খালেদাসহ অন্য আসামিরা।
এ মামলার ১১ আসামির মধ্যে জামিনে থাকা অন্য ৯ জন হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্স্’র সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া।