Home / টপ নিউজ / প্রথম টু্ইটে স্বৈরশাসনকে পরাজিত করার আহ্বান খালেদার

প্রথম টু্ইটে স্বৈরশাসনকে পরাজিত করার আহ্বান খালেদার

নিজস্ব প্রতিবেদক :

টুইটারে একাউন্ট খোলার মধ‌্যদিয়ে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার এই একাউন্টটি (BegumZiaBd) খোলা হয়। প্রথম টুইটে খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বাংলা ও ইংরেজিতে লিখেছেন- ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি’।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল-বিএনপির নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগও (www.banaladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন খালেদা জিয়া। বিএনপির নতুন ওয়েবসাইটে দলের সংবাদসহ সাংগঠনিক সব কার্যক্রমের খবর বিভিন্ন আলোকচিত্র সন্নিবেশিত। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানের মধ‌্যে এই সাইটগুলো উদ্বোধন হয়।

 আরডি/ এসএমএইচ // ১ সেপ্টেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...