Home / অন্যান্য / প্রধানমন্ত্রী মদিনায়

প্রধানমন্ত্রী মদিনায়

চট্টগ্রাম, ৬ জুন (অনলাইনবার্তা): সৌদি আরবে পাঁচ দিনের সফরে জেদ্দা থেকে মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী মদিনায় পৌঁছালে স্থানীয় গভর্নর বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

মদিনায় প্রধানমন্ত্রী অবস্থান করছেন মসজিদে নববীর অদূরে হোটেল হিলটনে।

দুপুরে মসজিদে নববীতে জোহরের নামাজ পড়েন শেখ হাসিনা। দিনের অন্যান্য ওয়াক্তের নামাজ ও তারাবীর নামাজও তিনি সেখানে আদায় করবেন। রাতে জিয়ারত করবেন হযরত মুহাম্মদ (সা.) এর রওজা।

সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে শুক্রবার জেদ্দা পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই রাতেই তিনি মক্কায় ওমরাহ পালন করেন।

রোববার জেদ্দায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সৌদি বাদশাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

এছাড়া সৌদি আরবের অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও শ্রম মন্ত্রীসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া ওআইসির মহাসচিব ও আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও জেদ্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফর শেষে মঙ্গলবার সকালে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

x

Check Also

ভালোবাসা দিবসে চ্যানেল আইতে ‘মিথজীবী’

বিনোদন ডেস্ক : আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচারিত হবে ড. মঈনুল খানের মূল ...