Home / খেলা / প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক :

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বিসিবি একাদশ ও ইংল্যান্ডের মধ্যকার দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে শনিবার নির্ধারিত সময়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ দিনের খেলা।

শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল বিসিবি একাদশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে মাঠ ঠিক খেলার উপযোগী হয়ে ওঠেনি। যে কারণে ম্যাচ অফিসিয়ালরা দুই দলের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।

এদিকে ২০ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হলো।

প্রথম ম্যাচের বিসিবি স্কোয়াড:

সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

আরডি/ ১৪ অক্টোবর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...