Home / টপ নিউজ / ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে : প্রধানমন্ত্রী

ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষার ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে। গণভবনে আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর তিনি এ কথা বলেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, আজ শিক্ষার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। সঠিক সময়ে পরীক্ষা শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন সবাই। তাই ফলাফল দিনের পর দিন উন্নত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজেদের উন্নতির লক্ষ্যেই মন দিয়ে লেখাপড়া করেছে বলেই তাদের ফল দিন দিন ভালো হচ্ছে। পরীক্ষার ফল নির্দিষ্ট সময়ের আগেই প্রকাশ করতে পারায় শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকল বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আরডি/ এসএমএইচ // ১৮ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...