চট্টগ্রাম, ৩০ জুন (অনলাইনবার্তা): আজ ২৪ রমজান,১৪৩৫ হিজরি,৩০ জুন,২০১৬, বৃহস্পতিবার বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন,চট্টগ্রাম শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল নগরীর সার্সন রোডস্থ ‘হাটখোলা’ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হইবে।
এতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে এসোসিয়েশন সূত্রে জানা গেছে।