বিনোদন ডেস্ক :
২০১৩ সালে মুক্তি পাওয়া জিতের ‘বস’ সিনেমাটি ব্লকবাস্টারের মর্যাদা পায়। ভক্তরা ভেবেছিলেন সিক্যুয়ালেও প্রথম কিস্তির নায়িকা শুভশ্রী গাঙ্গুলীই থাকবেন। তার বদলে বাংলাদেশি নায়িকা নেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খবরটি জানাচ্ছে কলকাতার এবেলা।
‘বস টু’ প্রযোজনা করছে জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। আরো যুক্ত হলো বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া।
সংবাদমাধ্যমটি জানায়, জিৎ ও নুসরাতের নতুন সিনেমার খবর প্রকাশের পরপরই টুইটারে শুভশ্রী ভক্তরা বিরূপ প্রতিক্রিয়া জানান। তাদের আবদার— ‘প্রেম কি বুঝিনি’ নায়িকাকেই দেখতে চান জিতের বিপরীতে।
অনেকে আবার নুসরত ফারিয়াকে ট্যাগ করেও জানান, তারা জিতের বিপরীতে শুভশ্রীকেই দেখতে চান।
‘বস টু’ পরিচালনা করবেন বাবা যাদব। একই নির্মাতার ‘বাদশা দ্য ডন’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি হন জিৎ ও নুসরাত ফারিয়া। সিনেমাটি মুক্তি পায় ঈদুল ফিতরে।
জানুয়ারিতে শুরু হবে ‘বস টু’র শুটিং। মুক্তি পাবে ২০১৭ সালের বিশেষ কোনো দিনে।
আরডি/ এসএমএইচ/ ২ ডিসেম্বর ২০১৬।