নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ তাঁতী লীগের প্রথম জাতীয় সম্মেলন আজ রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। ১৯৬৫ সালে প্রতিষ্ঠার সময় তাঁতী লীগের নাম ছিল পাকিস্তান তাঁতী সমিতি। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ তাঁতী সমিতি।
পরে ২০০৪ সালে তাঁতী লীগ হিসেবে নতুন যাত্রা শুরু হয় আহবায়ক কমিটির মধ্যদিয়ে। গত ১৩ বছর এটি পরিচালিত হয়ে আসছে আহ্বায়ক কমিটি দিয়েই। আজ সম্মেলনে প্রথমবারের মতো নেতৃত্ব নির্বাচন হবে তাঁতী লীগের।
মুক্তা // এসএমএইচ // মার্চ ১৯, ২০১৭