Home / আন্তর্জাতিক / বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

চট্টগ্রাম, ১৮ মে (অনলাইনবার্তা): ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭০ জন এতে আহত হন একশো অধিক মানুষ দেশটির শিয়া অধ্যূষিত এলাকা আলশাহাব, সাদর বাগদাদের দক্ষিণে মঙ্গলবার (১৭ মে) আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবরটি প্রকাশ হয়েছে বুধবার (১৮ মে)

প্রথম আত্মঘাতী হামলাতে নিহত হন ৩৮ আহত ৭০ জন। সাদর শহরের কাছাকাছি অপর একটি গাড়ি বোমা হামলায় প্রাণহানি ঘটে ১৯ জনের

বাগদাদের দক্ষিণে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ছয়জন মারা যান আহত হয়েছেন ২১ জন

বাগদাদে এসব আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস আইসিস। এক বিবৃতিতে বাগদাদ হামলার কমান্ড মুখপাত্র কথা জানান

প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা বহনকারী ছিলেন একজন নারী

উল্লেখ্য যে, গত সাতদিনে আইসিস পৃথক কয়েকটি বোমা হামলায় মারা গেছে একশো জনের অধিক

আইএস আইসিস যৌথ হামলায় এভাবেই ইরাকে প্রাণ হারাচ্ছে সাধারণ বাসিন্দারা

x

Check Also

করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়াল যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। ভয়ঙ্কর সংক্রমিত এই ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত হয়েছে ...