Home / জেলা সংবাদ / বাবুল আক্তারকে মিতু হত্যা মামলার তদন্তভার দেওয়ার দাবি

বাবুল আক্তারকে মিতু হত্যা মামলার তদন্তভার দেওয়ার দাবি

চট্টগ্রাম, ১০ জুন (অনলাইনবার্তা): সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারকেই মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন মিতু হত্যার প্রতিবাদ খুনিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনের বক্তারা

শুক্রবার (১০ জুন) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিতু হত্যাকাণ্ডের পরপরই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে মানববন্ধনের প্রচারণা চালানো হয়। কয়েকশ তরুণতরুণীসহ নানা বয়সী মানুষ মানববন্ধনে অংশ নেন

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক . জিনবোধি ভিক্ষু, সামাজিক সংগঠন ময়ূরাক্ষীর তফজ্জল নিপু, আলো দেখাবোই স্বপন মোল্লা, স্বপ্ন আগামী মো. ইব্রাহিম, লিও মেহবুব আলী, ইসমাইল আজাদ, চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের এসএম ফরিদুল আলম, হৃদয়ে বায়ান্ন মো. মুবিন, হাটহাজারী কলেজের সাবেক ভিপি খোরশেদ আলম, জাহেদুল ইসলাম, পূর্বাশার আলো ফয়সাল বিন কাসেম, ডা. আরকে রুবেল, মো. নুরুল হুদা, পুলিশ পরিবারের পক্ষে তারেক আজিজ, শফিক সোহাগ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মানববন্ধনের উদ্যোক্তা এহসান বিন দিদার।

বক্তারা বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ হতে চলছে অথচ পুলিশ প্রকৃত খুনিদের জাতির সামনে হাজির করতে পারেনি। এর থেকে পুলিশের ওপর জনগণের আস্থা যেমন কমছে তেমনি মানুষের মধ্যে উদ্বেগউৎকণ্ঠা বাড়ছে। অবস্থায় জনপদের মানুষ বিশ্বাস করে, সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারকেই মিতু হত্যাকাণ্ডের তদন্তভার দিলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য যেমন দ্রুত উন্মোচিত হবে তেমনি খুনিরাও ধরা পড়বে

তারা অবিলম্বে মিতু হত্যা মামলার তদন্তভার পুলিশ সুপার বাবুল আক্তারকে দেওয়ার দাবি জানান

এদিকে, মানববন্ধন চলাকালে জঙ্গি সন্দেহে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। ওই যুবক রিকশা চালিয়ে বেশ কয়েকবার মানববন্ধনের সামনে দিয়ে ঘোরাফেরা করছিলেন

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...