Home / অর্থ-বাণিজ্য / বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে না: নসরুল

বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে না: নসরুল

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস মূল্যবান সম্পদ। এখন থেকে বাসা-বাড়িতে আর নতুন করে কোনো গ্যাস সংযোগ দেয়া হবে না। সকলকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে হবে।

শনিবার সকালে টাঙ্গাইলে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম কতটা বাড়বে সেটা গণশুনানির পর রেগুলেটরি কমিশনের প্রস্তাবনার ওপর নির্ভর করবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য সদস্য ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, নুরুন্নবী চৌধুরী এমপি, নাহিম রাজ্জাক এমপি, আলী আজম মুকুল এমপি, মাহফুজুর রহমান এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, মোহাম্মদ হাছান ইমাম খান এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ।

সাব্বির//এসএমএইচ //মার্চ১২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...