Home / টপ নিউজ / বিএনপির জ্বালাও-পোড়াও স্লোগানের জন্য এ দেশ স্বাধীন হয়নি :বনমন্ত্রী

বিএনপির জ্বালাও-পোড়াও স্লোগানের জন্য এ দেশ স্বাধীন হয়নি :বনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্বালাও-পোড়াও স্লোগানের জন্য এ দেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সুফর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ’
বৃহস্পতিবার বিকালে বরিশাল-ঝালকাঠী-ভাণ্ডারিয়া-পিরোজপুর সড়কের ভাণ্ডারিয়া পৌর শহরের পোনা নদীর ওপর ৪৬তম কিলোমিটারে পিসি গার্ডার সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্বরে জাতীয় পার্টির আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনিরুল হক মনি জোমাদ্দার।
বিএনপির আমলে সংসদ সদস্য থাকার সময়ের কথা উল্লেখ করে বনমন্ত্রী বলেন, ‘বিএনপি আমলে জেলার দায়িত্বপ্রাপ্ত তৎকালীন মন্ত্রীরা সংসদ সদস্যের ভাগও কেটে নিতেন। ’
তিনি আরও বলেন, ‘ঐক্যের কারণে এবং সরকার প্রধানদের সহায়তায় উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। এ উন্নয়ন এখনও অব্যাহত রয়েছে। ’
এরশাদ সরকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে ভিন্ন ভিন্ন রাজনীতি থাকলেও উন্নয়নের ক্ষেত্রে এক থাকায় প্রেসিডেন্ট এরশাদ ৯ বার ভাণ্ডারিয়ায় এসেছেন। হিংসাত্মক ভাব থাকলে কোনও সরকার প্রধান একটি উপজেলায় একবারের বেশি যায় না। ’

মুক্তা // এসএমএইচ // জানুয়ারি ২০, ২০১৭  

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...