Home / টপ নিউজ / বিএনপি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে : খালেদা জিয়া

বিএনপি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে সরকার এবং বিএনপি’র নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সাথে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি এই গুরুতর সংকটে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।’ আজ বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বেগম খালেদা জিয়া বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, ‘ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগযুগ ধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারেও শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবে।’

 আরডি/ এসএমএইচ // ২ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...