নিজস্ব প্রতিবেদক :
বিএনপি কখনোই ভারত এবং দেশটির জনগণের বিরোধী নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলি। আমরা কখনোই ভারতবিরোধী নই।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ আয়োজিত বইয়ের মোড়ক উম্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুল এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, সম্প্রতি ভারত সফর গিয়ে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি। ভারত সফর থেকে তিনি খালি হাতে ফিরেছেন। কিছুই আনতে পারেননি, সব দিয়ে এসেছেন।
দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। দুঃসহ অবস্থার সৃষ্টি করে সরকার দেশের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছে।
সংগঠনের সভাপতি মাহতাব উদ্দিন জিমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, শওকত মাহমুদ, সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, হাবিবুর রশীদ হাবিব, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
মুক্তা // এসএমএইচ // এপ্রিল ২৬, ২০১৭