আন্তর্জাতিক ডেস্ক :
বিদেশে চীনের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে চীন। আর এ উদ্দেশ্যে চীনের সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী কয়েকটি জাহাজ রওনা দিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনহুয়া।
ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতি আফ্রিকার শিং হিসেবে পরিচিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত জিবুতিতে গত বছর থেকে একটি সরবরাহ ঘাঁটি তৈরি করতে শুরু করে চীন। নির্দিষ্টভাবে সোমালিয়া ও ইয়েমেন উপকূলের সাগরে শান্তিরক্ষা ও মানবিক মিশনে অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলোতে সরবরাহ অব্যাহত রাখাই এর উদ্দেশ্য।
যদিও বেইজিং এটিকে ‘সরবরাহ স্থাপনা’ বলে অভিহিত করছে, এটি হতে পারে বিদেশে চীনের প্রথম নৌঘাঁটি। চীনের সামরিক ঘাঁটি স্থাপনের এই পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত।
চীনের নৌবাহিনীর কমান্ডার শেন জিনলং ‘জিবুতিতে ঘাঁটিটি তৈরি করার আদেশটি পড়ে শুনিয়েছেন’ বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে; তবে কবে থেকে ওই ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে সে বিষয়ে জানা যায়নি।
তবে এ ঘাঁটি স্থাপনে কোনো জোর-জবরদস্তি করছে না চীন। মূলত আফ্রিকার দেশটির সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতেই এ ঘাঁটি স্থাপন করা হচ্ছে।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// বুধবার, ১২ জুলাই ২০১৭