Home / খেলা / বিপিএলে খেলতে আসছেন না মিলার

বিপিএলে খেলতে আসছেন না মিলার

ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল ডেভিড মিলারের। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দক্ষিণ আফ্রিকার এই হার্ডহিটার ব্যাটসম্যান জানিয়েছেন, এবার বিপিএল খেলতে আসছেন না তিনি।

তবে না আসার কারণ সম্পর্কে কিছুই জানাননি মিলার। ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার টু্ইটারে শুধু লিখেছেন, ‘আমি চাই না এ ব্যাপারে আবারও আমাকে কেউ জিজ্ঞাসা করুক। আমি এ বছর আর বিপিএলে খেলতে আসছি না।’

বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সিএসএ টি-টুয়েন্টি চ্যালেঞ্জে নাইটস দলের হয়ে খেলছেন মিলার। গত শুক্রবার এই দলটির হয়ে ৬১ বলে ১২০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। ১১ ডিসেম্বর শেষ হবে টুর্নামেন্টটি। এর আগেই শেষ হবে বিপিএল। হয়ত এই কারণেই প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান চলতি বিপিএলে খেলতে আসছেন না।

এর আগে ২০১২-১৩ মৌসুমে চিটাগং কিংসের হয়ে বিপিএলে খেলেছিলেন ডেভিড মিলার। এবার রংপুর রাইডার্সের হয়ে তার ছয়টি ম্যাচ খেলার কথা ছিল।

আরডি/ এসএমএইচ/ ২১ নভেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...