চট্টগ্রাম, ১৭ মে (অনলাইনবার্তা): সম্মানজনক আন্তর্জাতিক ‘ম্যান বুকার পুরস্কার’ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হ্যান ক্যাং। ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। উপন্যাসটি মাংস আহার ছেড়ে দেওয়া এক নারীকে নিয়ে লেখা।
মঙ্গলবার (১৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
ম্যান বুকার পুরস্কার (বুকার পুরস্কার) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত। প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ–দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কার দেওয়া হয়।
যে কোনো ভাষায় বই লেখা যেতে পারে। তবে সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে অবশ্যই ইংরেজিতে অনূদিত হতে হবে।