চট্টগ্রাম, ১১ মে (অনলাইনবার্তা): মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুক্রবার (১৩ মে) ভোর ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাঁসি কার্যকরের পরপরই বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (১০ মে) দিনগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হয়।