চট্টগ্রাম, ১০ মে (অনলাইনবার্তা): প্যারিস ও ব্রাসেলসসে হামলাকারী ইসলামি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত একটি সন্ত্রাসী সেলের সন্দেহভাজন সাত সন্ত্রাসীর বিচার বেলজিয়ামে শুরু হচ্ছে।
বিবিসি বলছে, ২০১৫ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পূর্বাংশে ভারভিয়ারসের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই সন্ত্রাসী সেলটি ভেঙে দেয়।
আইন কর্মকর্তারা বিশ্বাস করেন, ওই সেলটি আবদেলহামিদ আবাউদই চালাতেন। আবাউদকে গেল নভেম্বরে প্যারিসে চালানো হামলার মূল হোতা বলে মনে করা হয়।
প্যারিসে গুলি ও বোমা বর্ষণে ১৩০ জন নিহত হওয়ার পরদিন প্যারিসে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আবাউদ নিহত হন।
সোমবার যাদের আদালতে হাজির করার কথা রয়েছে তাদের মধ্যে ২৬ বছর বয়সী মারোয়ানে এল বালিও রয়েছেন। তিনি ভারবিয়ারসে ১৫ জানুয়ারির অভিযানে গ্রেপ্তার হন।
ওই অভিযানে সন্দেহভাজন দুইজন নিহত হন।
আদালতে তাদের হাজির করাকে কেন্দ্র করে ব্রাসেলসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অভিযান চালানোর সময় আইন কর্মকর্তারা বলেছিলেন, ভারভিয়ারসের গোষ্ঠীটি সিরিয়ায় যুদ্ধ করে ফিলে এসেছে। তারা হামলার পরিকল্পনা করছিলেন।
পুলিশ দাবি জানায়, ওই বাড়িতে বিস্ফোরক ও অস্ত্র পাওয়া গেছে।
প্যারিসের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুতে জিহাদি হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তা পর ওই অভিযান চালানো হয়।
বেলজিয়ান আইন কর্মকর্তারা দাবি করেছেন, গোষ্ঠীটি পুলিশের উপর হামলার পরিকল্পনা করছিল।
কিন্তু ফরাসি বিশেষ অভিযানের একজন কমান্ডার জানিয়েছে, বেলজিয়ামের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অপহরণ ও হত্যার ইচ্ছে ছিল তাদের।
পুলিশ বিশ্বাস করে, আবদেলহামিদ আবাউদ ভারভিরাসের এই সেলটি গ্রিস থেকে টেলিফোনের মাধ্যমে পরিচালনা করতেন।
তিন থেকে চার সপ্তার মধ্যে এই বিচার শেষ হবে বলে আশা করা হচ্ছে।