Home / জেলা সংবাদ / বোয়ালখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম, ৭ জুলাই (অনলাইনবার্তা): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঈদুল ফিতরের দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে পশ্চিম শাকপুরা গ্রামে পানিতে ডুবে মারা যায় মো.আবছারের আড়াই বছর বয়সী ছেলে শিহাব।

এর ঘণ্টাখানেক পর পোপাদিয়া গ্রামে জনৈক শওকত আলমের মেয়ে সামিয়া (২) পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

দুজনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনটি মেডিকেল অফিসার বিপ্লব দাশ।

খেলতে গিয়ে দুই শিশু বাড়ির পাশে পুকুরে পড়ে যায় বলেও স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন বিপ্লব।

x

Check Also

 রাবির ৯ শিক্ষকের থানায় জিডি, সন্ত্রাসী হামলার আশঙ্কা

সন্ত্রাসী হামলার আশঙ্কায় উদ্বিগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ শিক্ষক। এ কারণে রবিবার ...