চট্টগ্রাম, ১৭ জুন (অনলাইনবার্তা): ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সিরাজুল ইসলামসহ (২৪) ২৫ জনকে আটক করেছে পুলিশ।
সারাদেশে জঙ্গি দমনে সপ্তাহব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের শেষ দিনে বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে অাটক বাকিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম জানান, জেলার নয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামিরাও রয়েছেন।