Home / আন্তর্জাতিক / ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক

ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুক

চট্টগ্রাম, ২৩ জুলাই (অনলাইনবার্তা) : ব্র্যাডম্যানের সঙ্গে তুলনায় বিব্রত কুকস্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে নিজের তুলনায় যেন একটু লজ্জাই পেলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ২৯টি টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানের নামের পাশে নাম লেখান তিনি। তবে, এমন কীর্তি গড়েও নিজেকে ব্রাডম্যানের সঙ্গে মেলাতে রাজী নন কুক।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে নেমে ইংলিশ এই দলপতি শতক হাঁকান। ১০৫ রান করে বিদায় নেন এই ওপেনার। তিন অঙ্ক ছুঁয়ে কুক তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। আর এতেই সেঞ্চুরি সংখ্যায় স্যার ডনকে ছুঁয়ে ফেলেন ইংলিশ এই ইনফর্ম ব্যাটসম্যান।

তবে, ব্র্যাডম্যান ২৯ সেঞ্চুরি করতে খেলেছিলেন ৫২ টেস্ট, যেখানে কুকের লাগে ১৩১ টেস্ট।

ব্রাডম্যানের সঙ্গে তুলনা না করার অনুরোধ জানিয়ে কুক বলেন, ‘এটা শুধুমাত্র ইংল্যান্ডের হয়ে আমার একটি শতক। প্রথম ইনিংসে রান করা সব সময় গুরুত্বপূর্ণ। সত্যিই আমি স্যার ডনের সঙ্গে তুলনায় কিছুটা বিব্রত। এই দুটির মধ্যে কোনো তুলনা হয় না। তিনি ২৯টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন আমার চেয়ে অর্ধেক কিংবা তারও কম ম্যাচ খেলে। তবে ভালো লাগছে সেঞ্চুরি সংখ্যায় ২৮ পেরোতে পেরেছি বলে।’

x

Check Also

আমি হারলে ধরে নিতে হবে জালিয়াতি হয়েছে : ট্রাম্প

তাকে হারানোর একমাত্র রাস্তা ভোট জালিয়াতি। বিরোধীরা সেই চেষ্টাই করছে- রিপাবলিকানের নির্বাচনী ...