চট্টগ্রাম, ৪ জুন (অনলাইনবার্তা): পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকিমূল্যে চাল–চিনি বিক্রি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার বেলা ১২টায় নগরীর আগ্রাবাদে চেম্বার হাউসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
১ রজমান থেকে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। একজন ক্রেতা এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চিনি ৪০ ও চাল বিক্রি করা হচ্ছে ১৮ টাকায়।
উদ্বোধনী বক্তব্যে মাহবুবুল আলম বলেন, সাধারণ ও গরীব মানুষ যাতে ভালভাবে রমজান পালন করতে পারে সেজন দীর্ঘদিন ধরেই চেম্বার ভর্তুতিমূল্যে নিত্যপণ্য বিক্রি করে আসছে।
সামাজিক দায়বদ্ধতা থেকে চেম্বার এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ১ থেকে ২৭ রজমান পর্যন্ত এ কার্যক্রম চলবে।
আগ্রাবাদ চেম্বার হাউসের সামনে ছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করা হবে বলেও জানান মাহবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেম্বার সহ–সভাপতি সৈয়দ জামাল, পরিচালক মাহফুজুল হক শাহ, আজহারুল ইসলাম চৌধুরী, অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), রকিবুল ইসলাম টুটুল, অঞ্জন শেখর দাস, একেএম আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।