চট্টগ্রাম, ১৬ মে (অনলাইনবার্তা): চলে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার দিপক সুধান। ৮৭ বছর বয়সে তিনি মারা যান। অভিষেক ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করা তিনিই প্রথম ব্যাটসম্যান। এছাড়া দেশটির বয়স্ক ক্রিকেটারদের মধ্যে তিনি একজন ছিলেন।
সুধান তার নিজ বাড়ি আহমেদাবাদে গত হন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
সুধান ছিলেন আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া বোলিংয়েও কার্যকরী ছিলেন তিনি। ১৯৫২ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ভারতের ২৫তম টেস্ট ক্রিকেটার হিসেবে তার অভিষেক হয়। আর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির দেখা পান তিনি।
ক্যারিয়ারে দুর্দান্ত শুরু করা সুধান অবশ্য জাতীয় দলের হয়ে তিনটির বেশি ম্যাচ খেলতে পারেননি। ১৯৬৩ পর্যন্ত তিনি গুজরাটের হয়ে ঘরোয়া লিগ খেলে যান।