চট্টগ্রাম, ১৪ মে (অনলাইনবার্তা): সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আজিজুল ইসলাম খোকন (৩৮) নামে জামায়াতের এক কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৪ মে ) বেলা ১১টার দিকে ভোমরা সীমান্তের মেইন পিলারের সাব পিলার ৩ এর কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক আজিজুল ইসলাম সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের বাবর আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল আরমান হোসেন জানান, সীমান্ত পার হওয়ার সময় আজিজুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম, মোবাইল ফোনের মেমোরি কার্ডে ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াতের সহিংসতার ঘটনার ও জামায়াত নেতাদের ছবি পাওয়া যায়। পরে তাকে যশোরে বিজিবির গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশ জানিয়েছে আজিজুল ইসলামের বিরুদ্ধে জামায়াতের সহিংসতার ঘটনায় মামলা রয়েছে।